October 26, 2025, 9:54 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-10-26 17:08:36 BdST

উত্তরা থেকে আগারগাঁওমেট্রো চলাচল শুরু


ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল লাইনের যে পিলার থেকে বেয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটেছে, সেটি মেরামত করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারিগরি টিম। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে মেট্রো চালু করা হয়েছে। আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে এমআরটি লাইন-৬ প্রকল্প পরিচালক আবদুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বেয়ারিং প্যাড খুলে পড়া অংশে মেরামত কাজ চলছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে মেট্রো চালু করা হয়েছে। মেট্রো চলাচল শুরু হয়েছে। 

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.