May 5, 2024, 6:05 am


Rubel Rana

Published:
2018-06-05 16:56:17 BdST

বিশ্বকাপের চূড়ান্ত দল দিয়ে দিল মিসর


এফ টি বাংলা

বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের পূর্ণ দল ঘোষণা করেছেন মিসরের কোচ হেক্টর কুপার। বিশ্বজুড়ে ভক্তদের সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল যাঁকে নিয়ে, সেই মোহামেদ সালাহ দলে রয়েছেন। গত ২৬ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের সার্জিও রামোসের ফাউলে বেশ আহত হন সালাহ। কাঁধের হাড় সরে যায় তাঁর। সেদিন আর ফাইনালই খেলতে পারেননি। 

এ ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত তিন সপ্তাহ সময় লেগে যায়। তবে ভক্তদের সুখবর দিয়েছেন সালাহ নিজেই। তিনি বলেছেন, ধীরে ধীরে সেরে উঠছেন এবং বিশ্বকাপে খেলতে মুখিয়ে আছেন। আজকে চূড়ান্ত দলে সালাহকে রেখে সমর্থকদের কপালের ভাঁজ কিছুটা কমিয়েছেন মিসর কোচ। এবার সালাহকে সম্পূর্ণ সুস্থ হয়ে বিশ্বকাপে দেখতে পেলেই হাঁফ ছেড়ে বাঁচবে সবাই। যদিও সালাহ এখনো কতটা ফিট, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

বিশ্বকাপের জন্য মিসরের ২৩ সদস্যের দল 
গোলরক্ষক : ইসাম এল হাদারি, মোহাম্মদ এল শেনাউয়ি, শেরিফ একরামি। 
ডিফেন্ডার : আহমেদ ফাতহি, সাদ সামির, আয়মান আশরাফ, মাহমুদ হামদি, মোহাম্মদ আবদেল শাফি, আহমেদ হেগাজি, আলি গাবর, আহমেদ এলমোহামেদি, ওমর গাবের। 
মিডফিল্ডার : তারেক হামেদ, শিকাবালা, আবদাল্লাহ সাঈদ, স্যাম মরসি, মোহাম্মদ এলনেনি, মাহমুদ কাহরাবা, রামাদান সবহি, মাহমুদ হাসান, আমর ওয়ার্দা। 
ফরোয়ার্ড : মারওয়ান মোহসেন, মোহামেদ সালাহ।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from Suzuki SAFF Championship