April 25, 2024, 5:17 am


Siyam Hoque

Published:
2020-06-01 20:57:11 BdST

২৫ শতাংশের বেশি কর্মকর্তা অফিস করতে পারবেন না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী


NEWS DESK

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২৫ শতাংশের বেশি কর্মকর্তা অফিস করতে পারবেন না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজকের মধ্যেই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের ২৫ শতাংশ করে অফিস করবেন। সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চার ভাগ করে রোস্টার করে দেয়া হবে। একেক ভাগ একেক দিন বা তিনদিন করে অফিস করবেন। পরের ভাগ তিনদিন করে করবেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে কেবিনেট সচিব এরইমধ্যে সকল মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন। তিনি সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে কথা বলে আজকেই প্রজ্ঞাপন জারি করবেন।

মন্ত্রণালয়ের ভেতরে যাতে কেউ করোনায় আক্রান্ত না হয় সেজন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ফরহাদ হোসেন।

প্রসঙ্গত মার্চ মাসের শুরুতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম ধরা পড়ে। পরিস্থিতি ক্রম অবনতির দিকে যেতে থাকলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার।

এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী টানা ৬৬ দিনের ছুটি গত শনিবার (৩০ মে) শেষ হয়।

বিভিন্ন শর্তপালন ও নির্দেশনা মানা সাপেক্ষে গতকাল রোববার থেকে আগামী ১৫ জুন পর্যন্ত অফিস খুলে দিয়েছে সরকার।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা