April 26, 2024, 10:48 am


অনলাইন ডেস্ক

Published:
2022-04-13 21:40:25 BdST

বাবা-ছেলের দৌরাত্ম্যে অতিষ্ঠ কাপ্তান বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেও ধরাছোঁয়ার বাইরে তারা


ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানার কাপ্তান বাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মুন্নাফী ও ছেলে ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর আহমেদ ইমটিয়াজ গৌরবের দৌরাত্ম্যে অতিষ্ঠ। ১০ এপ্রিল রাতে র্যাব ৩ অভিযান চালায়। অভিযানে ওয়ার্ড কাউন্সিলরের ভগ্নিপতি মোহাম্মদ মেনু ও চাচাত ভাই মশিউরসহ কয়েকজন গ্রেফতার হয়। অন্যান্যরা হল মোহাম্মদ শরীফ, রানা ও মিঠু। অনুসন্ধানে জানা যায় প্রতিমাসে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকার উপরে অবৈধ চাঁদা আদায় করে থাকে। দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা অভিযোগ করার পরেও মূল দুষ্কৃতকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। স্থানীয় কাপ্তান বাজার সমবায় সমিতির সভাপতি মোঃ কাজী বোরহান ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল, মোটর শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুর রহমান, সুত্রাপুর স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম সম্রাট ও কথিত নেতা মোহাম্মদ বাচ্চুর নেতৃত্বে চাঁদাবাজির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

ব্যবসায়ীরা অভিযোগ করেন স্থানীয় প্রশাসনের যোগসাজশে অবৈধ চাঁদাবাজির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ওয়ারী থানা কর্তৃপক্ষ যথাযথভাবে আইনি পদক্ষেপ গ্রহণ না করায় অনেক ব্যবসায়ী দোকানপাট হারিয়ে নিঃস্ব হয়েছে। এ অবস্থা থেকে পরিত্রান পাওয়ার জন্য কিছু ব্যবসায়ীরা র্যাবের হেডকোয়ার্টার বরাবর আবেদন করেছিল। যার পরিপ্রেক্ষিতে গতকাল এই অভিযান চালায়।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মুন্নাফীর বিরুদ্ধে পদ বাণিজ্য, আলাদা সন্ত্রাসী বাহিনী তৈরি করে নির্মাণাধীন ভবন থেকে চাঁদা আদায়সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ক্ষমতাসীন দলের পদে থাকায় ভয়ে সাধারন জনগন মুখ খোলে না। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছে। এ অবস্থায় সাধারণ জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা