April 27, 2024, 7:49 am


নেহাল আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি

Published:
2022-04-26 06:06:34 BdST

রাজবাড়ীতে বয়লার বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ২


রাজবাড়ীতে ধানের চাতালের বয়লার বিস্ফোরণে ইসমাইল শিকদার (২২) নামে এক শ্রমিক নিহত ও দগ্ধ হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৫ এপ্রিল) সকালে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের আ. ছাত্তার মল্লিকের ধানের চাতালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া গ্রামের ফেলু শিকদারের ছেলে।

ইসমাইলের চাচা শহিদুল ইসলাম জানান, সকালে ছাত্তার মল্লিকের ধানের চাতালে শ্রমিকরা ধান সেদ্ধ করার কাজ করছিলেন। হঠাৎ চাতালে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে বয়লারের ফুটন্ত গরম পানিতে ঝলসে ঘটনাস্থলেই চাতালের শ্রমিক ইসমাইল মারা যান।

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, শহীদওহাবপুর ইউনিয়নে বয়লার বিস্ফোরণে ইসলাম নামের একজন শ্রমিক নিহত হন এছাড়াও কুদ্দুস ও নারী শ্রমিক ভোলো বেগম গুরুতর দগ্ধ হন। একইসঙ্গে চাতালের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় এক ভাঙ্গারি মালের হকারও গুরুতর দগ্ধ হন। তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, নিহত ইসমাইলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা