April 20, 2024, 2:56 am


নেহাল আহমেদ, রাজবাড়ী

Published:
2022-09-13 00:57:22 BdST

রাজবাড়ীতে চাঞ্চল্যকর আরিফুর হত্যাকান্ডে জড়িত দুইজন আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার


রাজবাড়ীর খানখানাপুরে আলোচিত আরিফুর হত্যাকান্ডে মোঃ রাকির শেখ এবং ইয়ামিন নামে দুজনকে রাজবাড়ী জেলা পুলিশ গ্রেফতার করেছে। এ সময় দুটি বিদেশী পিস্তল ৫ টি খালি কার্তুজ, দুটি কার্তুজের মাথার অংশ, মুখোশ উদ্ধার করা হয়েছে।

আজ সকালে রাজবাড়ী জেলা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায়।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার খানখানাপুর বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন যত বড় অপরাধীই হোক না কেন, অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তথ্য সুত্রে জানা যায় নিহত আরিফুরের মাথায় দুটি গুলি লেগেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুর খানখানাপুর সুরাজ মোহনী ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনের বটতলায় ফয়সাল নামের একজনের কফি শপে কয়েকজন বন্ধুর সঙ্গে বসে ছিলেন। এ সময় চারজন লোক দুটি মোটরসাইকেলে এসে তাঁর ওপর কয়েকটি গুলি চালায়। আরিফুর মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা