April 25, 2024, 3:09 pm


স্টাফ রিপোর্টার

Published:
2023-01-17 08:25:49 BdST

আমানত ও ঋণের সুদহার নিয়ে নতুন সিদ্ধান্ত


ভোক্তা ঋণের সুদহার ৩ শতাংশ বাড়িয়ে ১২ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ব্যাংক আমানতের বেঁধে দেওয়া সুদহার তুলে দেওয়া হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় ষান্মাসিক মুদ্রানীতিতে ঘোষণা করা হয়। এতে সুদহারের বিষয়ে এই সিদ্ধান্ত জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতি বিবেচনায় ভোক্তা ঋণের ক্ষেত্রে ৩ শতাংশ পর্যন্ত সুদহার বাড়ানো যাবে। একইসঙ্গে আমানতে সর্বনিম্ন সুদহার তুলে নেওয়া হয়েছে। ভোক্তা ঋণ ছাড়া ব্যাংকের সব ধরনের ঋণের সুদহার ৯ শতাংশ বেঁধে রাখা হয়েছে। তবে শিল্প ঋণসহ অন্যান্য ঋণের ক্ষেত্রে সুদহার বাড়ানোর সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি। আমানতের সুদহার উন্মুক্ত করে দেওয়া ও ঋণ সুদহার কিছুটা শিথিল করায় তা আমানতের সুদহার বাড়াতে সহায়তা করবে।

এর আগে ২০২১ সালের আগস্টে আমানতের সর্বনিম্ন সুদহার বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই সময় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছিল, তিন মাস ও তার বেশি মেয়াদি আমানতের সুদ কোনোভাবেই তিন মাসের গড় মূল্যস্ফীতির কম হতে পারবে না। ২০২০ সালের এপ্রিলে ঋণের সুদহার ৯ শতাংশ নির্ধারণ করে দেওয়ার পর আমানতের সুদহার আড়াই শতাংশেও নামিয়ে এনেছিল।

এদিন মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, কাজী ছাইদুর রহমান, আবু ফরাহ মো. নাছের, এ কে এম সাজেদুর রহমান খান, বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস, প্রধান অর্থনীতিবিদ ড. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হকসহ গবেষণা বিভাগের সংশ্লিষ্টরা।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা