May 3, 2024, 7:56 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2023-09-15 05:47:09 BdST

বিশিষ্ট মানবাধিকারকর্মী রেজাউল করিম শুক্রবার যুক্তরাজ্য ও তুরস্ক সফরে যাচ্ছেন


জাতিসংঘের তালিকাভুক্ত (এনজিও ব্রাঞ্চ) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা 'আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন'র আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক এবং এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাধারন সদস্য মোঃ রেজাউল করিম শুক্রবার ভোর ৫টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে যুক্তরাজ্য ভ্রমণ করবেন।

যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর পরিদর্শন ও কয়েকটি ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করবেন।

সেখানে তিনি বাংলাদেশ সহ সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কিভাবে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করে আরো বেশি কার্যকর ও সোচ্চার ভূমিকা রাখা যায় এই বিষয়ে সংস্থার সেক্রেটারি জেনারেলের সাথে মতবিনিময় করবেন।

এছাড়াও যুক্তরাজ্যের স্থানীয় কয়েকটি মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় তিনি পরিদর্শন করবেন।

যুক্তরাজ্য সফর শেষে ২৫ সেপ্টেম্বর লন্ডন থেকে তুরস্ক যাবেন এবং সেখানেও স্থানীয় কয়েকটি মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় করবেন।

তুরস্ক সফর শেষে ৩০ সেপ্টেম্বর তিনি ঢাকার উদ্দেশ্যে ইস্তাম্বুল ত্যাগ করবেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা