May 4, 2024, 3:08 am


নেহাল আহমেদ, রাজবাড়ী

Published:
2023-09-29 15:55:24 BdST

'আমি এই স্কুলে পড়তাম'


রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ শুক্রবার প্রথমবারের মতো স্কুল প্রাঙ্গণে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে। দীর্ঘ বছর পর সহপাঠীরা পরস্পরকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

মিলন মেলার মূল স্লোগান ছিলো "হোক বয়স আঠারো কিংবা আশি, এসো প্রাণে প্রাণ মিলিয়ে হাসি।" সবার কন্ঠেই একই কথা; আমি এই স্কুলে পড়তাম।

রবীন্দ্রনাথের লেখা গানের কথা অনুযায়ী অনুষ্ঠানের সবার কন্ঠে ছিলো একই সুর, ‘আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়'।

বেলা ১১টায় শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুরু হয়। শোভাযাত্রা শেষে আলোচনা, গান, আবৃত্তি আর নাচে সারাক্ষন হৈ হুল্লোরে মাতিয়ে রাখেন প্রানের স্কুলের প্রাঙ্গণ।

১৯৫৪ সালের ছাত্রীদের সাথে ২০২২ সালের নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত এই আয়োজনের শেষ পর্বে ছিল স্মৃতি চারণ এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিদ্যালয়টির প্রতিষ্ঠাকাল ১৯৬১ লেখা থাকলেও এই স্কুলটি আরো আগে প্রতিষ্ঠিত হয়। উৎসব কমিটির আহ্বায়ক দেবাহুতি চক্রবর্তীর লেখা থেকে জানা যায়, এই অঞ্চলের নারী শিক্ষা প্রসারে এই বিদ্যালয়টি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে আজ অবদি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা