May 19, 2024, 7:55 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2023-09-30 19:04:45 BdST

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের আয়োজনে "আওয়ামী লীগ সরকারের উন্নয়ন রোড শো" অনুষ্ঠিত


মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ এর আয়োজনে দিনব্যাপী "বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন রোড শো" অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকায়। 

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কর্তৃক আয়োজিত এই "রোড শো" উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার।

সকাল ১০টায় মতিঝিল ব্যাংকপাড়া থেকে ১০টি পিকআপ, ব্যান্ডপার্টি সহ নেতা-কর্মীগণ সারাদিন গড়িয়ে রাত ১০ টা পর্যন্ত শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে সরকারের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরে রোড শো করেন।

"রোড শো" টি ধানমণ্ডি ৩/এ তে আওয়ামী লীগ কার্যালয় হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জননেত্রী, দেশরত্ন, বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া, লৌহ মানবী, মানবতার মা, দুঃখী-গরীব জনদরদী নেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এই রোড শো'র অন্যতম উদ্যোক্তা স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ; রূপালী ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ - সভাপতি মরিয়ম খানম রোড শো শুরুর আগে এক সংক্ষিপ্ত পথসভায় সরকারের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন।

তিনি বিভিন্ন উন্নয়নের মাঝে বিশেষ গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প হিসেবে পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা রেল সেতু, দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু হয়ে ঘুমধুম পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প, কয়লাভিত্তিক রামপাল থার্মাল বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর, সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প এবং সরকারি অর্থায়নে নির্মিতব্য মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কথা বলেন।

তিনি বলেন, "সবাই বলে শেখ হাসিনা সরকার বারবার দরকার। আর আমি বলি শেখ হাসিনা সরকার আজীবন দরকার।"

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন।

রোড শোতে উপস্থিত ছিলেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভাপতি; সোনালী ব্যাংক লিমিটেডের মো: আক্কাস আলী, সাধারণ সম্পাদক; জনতা ব্যাংক লিমিটেডের আশরাফুল আলম ব্যাকুল এবং সাংগঠনিক সম্পাদক; আইসিসিবির সুমন কান্তি বাড়ৈ।

আরো উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেড প্রাতিষ্ঠানিক কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খাঁন সহ অন্য সকল ব্যাংকের ইউনিট কমিটির নেতা- কর্মীগণ।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা