May 19, 2024, 8:06 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2023-10-01 05:32:30 BdST

সিঙ্গাপুরের ৪১তম শীর্ষ ধনী সামিট গ্রুপের আজিজ খান


বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ফোর্বস-এর সিঙ্গাপুরের সর্বোচ্চ ধনীর ২০২৩ সালের তালিকায় ৪১তম স্থান অর্জন করেছেন।

ফোর্বসের তথ্য অনুযায়ী, বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ১১২ কোটি মার্কিন ডলার।

‘ফোর্বস’–এর করা বিশ্বের শতকোটিপতিদের তালিকায় ২৫৪০তম স্থানে রয়েছেন আজিজ খান।

২০১৮ সালে ফোর্বসের সিঙ্গাপুর লিস্টে প্রথমবারের মতো জায়গা পান আজিজ খান। তখন তার মোট সম্পদের পরিমাণ ছিল ৯১০ মিলিয়ন ডলার। ২০১৯ সালে সাময়িকভাবে সম্পদ কমে যাওয়ার পর, ২০২০ সালে ৯৫৫ মিলিয়ন ডলার ও ২০২১ সালে ৯৯০ মিলিয়ন ডলারের মালিক হন তিনি।

এরপর ২০২২ সালে তাঁর সম্পদের পরিমাণ বিলিয়ন ডলারে উন্নীত হয়। ফলে তিনি ‘ফোর্বস’–এর বিলিয়নিয়ার বা শতকোটিপতিদের তালিকায়ও স্থান পান।

আজিজ খান বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বহুমুখী ব্যবসায়িক সংস্থা সামিট গ্রুপের চেয়ারম্যান। সংস্থাটির বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস, রিয়াল স্টেট ইত্যাদি খাতে ২০টির বেশি ব্যবসায় রয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা