April 29, 2024, 8:45 am


মোঃ তাওহীদ:

Published:
2024-02-13 23:46:05 BdST

চ্যাম্পিয়ন ক্রিকেট টিমকে সংবর্ধনা দিল কেপিবি স্কুল এন্ড কলেজ


বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ মেয়ে ক্রিকেট টিম টানা দ্বিতীয়বার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই অর্জন ছিনিয়ে আনায় গতকালই রাজশাহী থেকে বাসযোগে ছুটে আসা মেয়ে ক্রিকেট টিমদের সংবর্ধনা দিয়েছে কেপিবি পরিবার। গতকাল মঙ্গলবার সকাল দশটা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন স্কুল অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল আলম, ক্রিকেট কোচ মুস্তাফিজ শাহরিয়াসহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ। প্রথমে স্কুল অধ্যক্ষ সবাইকে একে একে ফুল দিয়ে বরণ করে নেন। পরে পরিবারের সঙ্গে সেলফি, গ্রুপ ছবি এবং হই হুল্লোড় নাচে গানে পুরো স্কুল মাতিয়ে রাখেন স্কুলের ছাত্র-ছাত্রীরা। কিছু সময়ের জন্য ক্লাস বিরতি দিয়ে এ আনন্দ উৎসব করেন কেপিবি স্কুল। এ সময় স্কুল অধ্যক্ষ, কোচকেও ক্রিকেট টিমের সঙ্গে নাচতে দেখা গেছে। আবেগ আপ্লুত অভিভাবকদের চোখে আনন্দ অশ্রু দেখা গেছে। অপ্রতিরোধ্য পদ্ম অঞ্চল কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ গত রোববার ফাইনালে গোলাপ অঞ্চলের চ্যাম্পিয়ন ফজর আলী স্কুলকে ৬ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গত সোমবার কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ মেয়ে ক্রিকেট টিম পুরস্কার গ্রহণ করেন। অঞ্চল ভিত্তিক চ্যাম্পিয়নদের নিয়ে শীতকালীন ক্রীড়া উৎসব রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছিল গত ৭ থেকে ১২ ফেব্রুয়ারি। বরাবরই কেপিবি পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিভিন্ন অঙ্গনেও নিজেদের দক্ষতা দেখিয়ে আসছে। যার পেছনের কারিগর স্থানীয় এমপি; বন ও পরিবেশ পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, গভর্নিং বডির সভাপতি ইয়াহিয়া সোহেল, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল আলম এবং খেলাধুলার কোচ মোস্তাফিজ শাহরিয়া। এদের অক্লান্ত পরিশ্রম এবং মেয়ে ক্রিকেট টিম অভিভাবকদের সহায়তায় পরপর দুবার এ বিজয় অর্জিত হয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা