April 27, 2024, 3:25 pm


নেহাল আহমেদ, রাজবাড়ী

Published:
2024-03-26 12:52:38 BdST

রাজবাড়ীতে জাতীয় পতাকা উত্তোলনে অনীহা


রাজবাড়ী জেলার অনেক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনে অনীহা ও অনিয়মের চিত্র দেখা গেছে।

আজ মঙ্গলবার স্বাধীনতা দিবসে খোদ রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সকাল ১০-৩০ মিনিটে গিয়ে দেখা যায় সেখানে পতাকা উত্তোলন করা হয়নি।

২৬শে মার্চ (মঙ্গলবার ) সকাল ১০টা থেকে রাজবাড়ী শহরের অনেক প্রতিষ্ঠানেই এই অনীহা ও অনিয়মের এই চিত্র দেখা গেছে।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। প্রতি বছর এই দিনটি বাংঙ্গালী জাতি বিশেষভাবে পালন করে থাকে। ২৬ মার্চ বাংলাদেশীদের কাছে একটি বিশেষ দিন। সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই দিনটিকে মর্যাদাপূর্ণ দেখালেও অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা এই দিনটির মর্যাদায় কোন কর্ণপাতই করেনা।

এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিতসহ সকল প্রতিষ্ঠানে স্বাধীনতার গুরুত্বস্বরূপ জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও তা মানার ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানে ভিন্ন চিত্র দেখা যায়। এখানে ব্যবসায়ি প্রতিষ্ঠান, ব্যাংক সহ বেশ কিছু গুরুত্বপুর্ন প্রতিষ্ঠানেই নিয়ম মেনে যথা সময়ে পতাকা উত্তোলন না করার বিষয়টি নিয়ে সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা