July 27, 2024, 7:42 am


মো: হুমায়ূন কবির, সিনিয়র রিপোর্টার:

Published:
2024-05-21 18:24:10 BdST

ভোটের শেষ মুহূর্তে ব্যালট বক্স ছিনতাই, প্রসাশন বাক্স উদ্ধার করলো পুকুর থেকে


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের শেষ মুহূর্তে কেন্দ্রে ঢুকে ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১মে) বিকেলে পৌরশহরের দেবগ্রাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভুঁইয়ার সমর্থকরা কেন্দ্রে প্রবেশ করে একটি ব্যালট বক্স ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করলে তারা ব্যালট বক্সটি পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ পুকুর থেকে ব্যালট বক্সটি উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ফরহাদ শামীম। এ সময় তিনি ব্যালট বক্সটির ভেতরে থাকা ভোটগুলো অক্ষত অবস্থা দেখে তা গণনার জন্য প্রিজাইডিং কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দিনকে নির্দেশ দেন।
এদিকে, ভোটগ্রহণ শেষে কসবা ও আখাউড়া উপজেলার ১২৯টি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ভোট গণনা চলছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা