September 20, 2024, 8:08 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-08-12 22:54:37 BdST

গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের


পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মানিলন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের ও তদন্তের ব্যবস্থা নেওয়ার জন্য সংস্থাটির দৈনিক ও সাম্প্রতিক সেল থেকে তদন্ত-২ শাখায় দেওয়া এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

রোববার (১১ আগস্ট) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এই তথ্য জানান।

চিঠির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, গণপূর্ত বিভাগের পটুয়াখালীতে কর্মরত নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ২৫ লাখ ৮০ হাজার টাকা ও ১০ হাজার ইউএস ডলার অর্জন এবং ৪৮ ভরি স্বর্ণালঙ্কার কিনে মানিলন্ডারিংয়ের বিষয়ে কমিশন থেকে মামলা দায়ের ও তদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদকের তদন্ত-২ শাখার মহাপরিচালককে বলা হয়েছে।

এর আগে গত ৮ আগস্ট বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নগরের সিঅ্যান্ডবি সড়কের চৌমাথা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের গাড়ি তল্লাশি করে এসব অর্থ ও স্বর্ণালংকার পান। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা