November 12, 2024, 2:01 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-10-29 14:48:39 BdST

অন্তর্বর্তী সরকারের ভুলত্রুটি বা দুর্নীতি ধরিয়ে দিন: স্বরাষ্ট্র উপদেষ্টা


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী অন্তর্বর্তী সরকারের কোনো ভুল হলে বা কোথাও দুর্নীতি হলে সেটি ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এই আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের ভেতরে যদি কোনো ভুল হয় বা দুর্নীতি হয়, আপনারা (গণমাধ্যম) প্রকাশ করেন। এতে আমরা সচেতন হবো এবং সংশোধন করতে পারবো। আমাদের ভুলগুলো অবশ্যই আমাদের ধরিয়ে দেবেন। কিন্তু ভুল না হলে, সেটা করবেন না। যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। যদি আমাদের ভেতরে কোনো দুর্নীতি হয় আপনারা বলে দেবেন যে এটা করছেন। এতে আমার কোনো আপত্তি নেই।

কারাগারের প্রকল্পের বিষয়ে তিনি বলেন, কারাগারের গাড়ি পার্কিংয়ের জায়গাটি ছোট, এটা আরও বড় করতে হবে। কারাগারের বাইরে রাস্তার প্রশস্ততা আরও বাড়াতে হবে। রাস্তার প্রশস্ততা না বাড়ালে যানজট হবে, এতে লোকজন যে সময় এখানে আসবে সে সময় তাদের গাড়ি রাখা ও চলাচলের অসুবিধা হবে।

প্রকল্পের বিষয়ে তিনি আরও বলেন, প্রকল্পের কাজ বেশ ভালোভাবেই আগাচ্ছে এবং তারা বেশ ভালোভাবেই কাজ করে যাচ্ছে। আরেকটি বিষয়, যেই বাজেট রয়েছে সেই বাজেটের ভেতরেই কাজটা সম্পন্ন করতে হবে। নতুন বাজেট দেওয়া হবে না। আমাদের দেশে একটা ধারা তৈরি হয়েছে, প্রথমে একটা বাজেট করে, কয়দিন পর বলে আবার সেটা বাড়াতে হবে। সেটা আর চলবে না। যেই বাজেট আছে এই বাজেটের মধ্যেই কাজটা শেষ করতে হবে।

আগামী ছয় মাসের মধ্যে প্রকল্পের একটি অংশের কাজ শেষ হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সাতটি কলেজের শিক্ষার্থীদের ব্লকেড ও যানজটের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা সড়ক অবরোধ করছেন তারাই আবার যানজট সম্পর্কে বলছেন। যারা যানজট সৃষ্টি করছেন তারাই আবার বলছেন ঢাকা শহরে যানজট। এখন আমি কোথায় যাবো আপনারাই বলেন। আমাকে একটা সমাধান দেন।

তিনি আরও বলেন, তারা যদি রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে কর্মসূচিটা করে তাহলেই যানজট তৈরি হয় না। এর জন্য প্রয়োজন জনসচেতনতা।

রাজধানীর যানজটের বিষয়ে তিনি বলেন, যানজট নিরসনের জন্য আমরা ছাত্রদেরও নিয়োগ করছি। যানজট একটি বড় ধরনের সমস্যা। রাস্তা বাড়ছে না কিন্তু গাড়ির সংখ্যা প্রতিদিন ঠিকই বাড়ছে। মানুষ কর্মসংস্থানের জন্য ঢাকায় আসছে, মানুষ বাড়ছে। সবাই রাস্তা চায়, কিন্তু যদি জায়গা চাওয়া হয় তখন আর কেউই জায়গা ছাড়বে না। এভাবে কখনোই যানজট নিরসন হবে না।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.