July 15, 2025, 9:09 am


অনলাইন ডেস্ক

Published:
2025-07-14 13:11:55 BdST

গেণ্ডারিয়ার রাস্তা সংস্কারের দাবিতে পুরান ঢাকার নাগরিক কমিটির মানববন্ধন


রাজধানীর গেন্ডারিয়ার লোহারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত রাস্তা সংস্কার এবং সূত্রাপুর মৌজার দীর্ঘ ১৪ বছর ধরে খাস মহলের নামে জারিকৃত অবৈধ নিষেধ প্রত্যাহারের দাবিতে পুরান ঢাকার নাগরিক কমিটির আয়োজনে এলাকাবাসীর সহযোগিতায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 গতকাল রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গেণ্ডারিয়ার লোহারপুল (জহির রায়হান নাট্যমঞ্চ) হতে পোস্তগোলা পর্যন্ত এ মানববন্ধন করা হয়।

 

এতে পুরান ঢাকার নাগরিক কমিটির সভাপতি ফজলুর রহমান বকুল ও সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন চৌধুরীসহ স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।

 

মানববন্ধন শেষে অতিথিরা ভূমি মন্ত্রণালয় কর্তৃক দীর্ঘ ১৪ বছর ধরে খাস মহলের নামে জারিকৃত অবৈধ নিষেধ প্রত্যাহার এবং উল্লিখিত ভাঙ্গাচুড়া রাস্তা সংষ্কার করার দাবি জানান।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.