নিজস্ব প্রতিবেদক
Published:2025-08-18 11:22:18 BdST
মিরপুরে ১ চোরাকারবারী গ্রেফতার
মিরপুর মডেল থানা পুলিশ জায়েদ হোসেন (৩৫) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে বিরুদ্ধে মিরপুর মডেল থানা ও বিমানবন্দর থানায় একাধিক অভিযোগ রয়েছে। ১৭ আগস্ট তাকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানা পুলিশ জানায়, সেনপাড়া পর্বতা সাকিনের সাততারা মসজিদ রোডে বাসা নং-৩/২ এর চতুর্থতলার একটি ফ্ল্যাটের শয়ন কক্ষ থেকে জায়েদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই সামছুদ্দৌহার নেতৃত্বে মিরপুর মডেল থানার একটি চৌকস টীম অভিযান চালিয়ে জায়েদ হোসেনকে আটক করা হয়েছে। এসময় আসামীর শয়নকক্ষ হতে ১৫০ প্যাকেট বিদেশী সিগারেট উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ত্রিশ হাজার টাকা। আসামী জায়েদ হোসেনের বিরুদ্ধে চোরাচালান আইনে একটি মামলা করা হয়েছে।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন জানান, জায়েদ হোসেন আন্ত:জেলা চোরাকারবারী দলের একজন সক্রিয় সদস্য। এই সিন্ডিকেটের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.