নিজস্ব প্রতিবেদক
Published:2025-11-13 17:32:24 BdST
শিবচরে হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ
মাদারীপুরের শিবচরে হত দরিদ্রদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভী পালন প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় বেসরকারি সংস্থা ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস) এর উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় বাঁশকান্দি ইউনিয়নের ৭টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৭টি গাভী বিতরণ ও উপকার ভোগীদের গাভী পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।
ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক এবিএম মাহবুব হোসেন বাদলের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেল্লাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এবিএম সৌরভ রেজা শিহাব প্রমুখ।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
