December 5, 2025, 2:18 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-12-05 00:29:33 BdST

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায়ড. এম এ কাইয়ুমের নির্দেশনায় ও এজিএম শামসুল হকের উদ্যোগে ২৩ নং ওয়ার্ড বিএনপির কোরআন খতম ও দোয়া মাহফিল


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আজ বৃহস্পতিবার রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা-১১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের নির্দেশনা মোতাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এবং তিতুমীর কলেজের সাবেক ভিপি এজিএম শামসুল হকের সার্বিক তত্বাবধানে ২৩ নং ওয়ার্ড বিএনপি (রামপুরা থানা-ঢাকা মহানগর উত্তর) মালিবাগ চৌধুরীপাড়ার নূরে মদিনা মাদ্রাসা ও এতিমখানায় কোরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া শেষে উপস্থিত মাদ্রাসার এতিম ছাত্র, শিক্ষক, বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে তবারক বিতরন করা হয়।

এসময় তিতুমীর কলেজের সাবেক ভিপি এজি এম শামসুল হক বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশের সকল গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য এই সময়টি অত্যন্ত বেদনাদায়ক। 

তিনি আরও বলেন, আমরা তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অবদান স্মরণ করছি এবং আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি। সেই সঙ্গে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি দ্রুত ফিরে আসবেন এই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এসময় স্থানীয়রাও সহমত পোষণ করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় রাজনীতির এক সাহসী ও দৃঢ়চেতা নেতা। জাতির ক্রান্তিলগ্নে তাঁর ভূমিকা ইতিহাসের অংশ হয়ে থাকবে। তাঁর অসুস্থতার জন্য এই সময়ে আমরা সবাই রাজনৈতিক মতভেদ ভুলে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাঁর জন্য দোয়া করছি।

২৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ এবং সাংগঠনিক সম্পাদক মো: রুবেল হক বিশু বেপারী এবং সাবেক যুবদল নেতা মো: শওকতুর রহমান বাবু এই দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন।

এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সোহেল রানা ভূইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি জুয়েল চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ফয়েজ আহমেদ ফরু এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মেছের।

এছাড়াও উপস্থিত ছিলেন রামপুরা থানা বিএনপির আহবায়ক হেলাল কবির হেলু ও যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রবি, রামপুরা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, রামপুরা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শুভ ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান হাবীব ডন এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য ইনামুল ইসলাম লিটন।

এই মাহফিলে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মকবুল হোসেন, ২৩ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মো: রতন মিয়া ও যুগ্ম আহবায়ক আসিকুর রহমান মুন্না, রামপুরা থানা ছাত্রদলের সহ-সভাপতি সুলতান, রামপুরা থানা কৃষকদলের সদস্য সচিব মো: জাকির হোসেন।

রামপুরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এই দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন।

উক্ত দোয়া মাহফিলে অংশ নেন নূরে মদিনা মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ। মাহফিলে অংশ নেয়া সবাই একত্রিত হয়ে দেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। তাঁরা খালেদা জিয়ার রোগমুক্তির জন্য কোরআন তেলাওয়াত, বিশেষ মুনাজাত ও তবারক বিতরণ করেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.