নিজস্ব প্রতিবেদক
Published:2025-12-14 16:41:34 BdST
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর ৫৭,৫৭৬ কোটি টাকা লোকসান দেখাল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ের সংশোধিত আর্থিক প্রতিবেদনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৫৭ হাজার ৫৭৬ কোটি টাকার বিশাল লোকসান দেখিয়েছে।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) সংশোধিত অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই তিন মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান দাঁড়িয়েছে ৪৬২.৫৭ টাকা। ২০২৪ সালের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি আয় ছিল ০.২৬ টাকা।
২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর—এই নয় মাসে শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৪৭৬.৫৭ টাকা, যেখানে আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৪৮ টাকা।
বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের ২৫ নভেম্বর দেওয়া এক চিঠির মাধ্যমে তাদের আগে দেওয়া 'ডেফারেল' সুবিধাটি প্রত্যাহার করে নিয়েছে। এর আগে এই সুবিধার আওতায় প্রভিশন ঘাটতি সমন্বয় ছাড়াই আর্থিক প্রতিবেদন তৈরির সুযোগ ছিল।
ব্যাংকটি জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক এখন নির্দেশ দিয়েছে যে, প্রয়োজনীয় প্রভিশন সমন্বয় করার পরেই ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত হওয়া তৃতীয় প্রান্তিক ও পরবর্তী সময়ের আর্থিক প্রতিবেদন তৈরি করতে হবে।
২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে শেয়ারপ্রতি সমন্বিত নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ২৩.৮৪ টাকা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ধনাত্মক ২৭.১৬ টাকা।
এদিকে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি সমন্বিত নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ব্যাপকভাবে কমে ঋণাত্মক ৪৬০.১৮ টাকায় দাঁড়িয়েছে; এক বছর আগে যা ছিল ২০.৬৬ টাকা।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
