December 15, 2025, 1:39 am


শাহীন আবদুল বারী

Published:
2025-12-14 18:18:30 BdST

গুলিবিদ্ধ ওসমান হাদিমির্জা আব্বাসকে জড়িয়ে মিথ্যা তথ্য, নিউজ পোর্টালের বিরুদ্ধে মামলা


ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের পর বিএনপি নেতা মির্জা আব্বাসকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে একটি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে দৈনিক আজকের কণ্ঠের বিরুদ্ধে এই মামলা করা হয়।

আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আজ আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া। তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আরজিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি অনুসরণ করে প্রচারণায় অংশ নিচ্ছেন। এসময় নির্বাচন প্রভাবিত করা এবং সম্ভাব্য প্রার্থীর কাছ থেকে অবৈধ সুবিধা নেওয়ার উদ্দেশ্যে আসামিরা জনসাধারণকে বিভ্রান্তকর সংবাদ প্রচার করেন।

আরজিতে আরও বলা হয়েছে, ১২ ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার সময় ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে সাবেক ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের সম্পৃক্ততার আশঙ্কা করা হচ্ছে।

আরজিতে বলা হয়, ১২ ডিসেম্বর বিকেল ৩টা ২৫ মিনিটে দৈনিক আজকের কণ্ঠ ‘মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে বিদ্ধ ওসমান হাদি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে, যা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।

বাদীপক্ষের দাবি–সংবাদটি প্রকাশের উদ্দেশ্য ছিল মির্জা আব্বাসের চরিত্র ও নির্বাচনি প্রচারণা ক্ষতিগ্রস্ত করা। তিনি (মামলার বাদী) ঐ সংবাদ ১২ ডিসেম্বর বিকেল ৪টার দিকে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বসে দেখেন এবং পরে বিষয়টি আদালতে উপস্থাপন করে মামলা করেন।

নথি থেকে জানা গেছে, শরিফ ওসমান হাদি ও মির্জা আব্বাস দুজনই আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। হাদি সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং মির্জা আব্বাস বিএনপি মনোনীত।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.