শাহীন আবদুল বারী
Published:2026-01-28 18:38:29 BdST
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: টাঙ্গাইল-৫ (সদর"ধানের শীষে" ভোট দিলে ৫ বছর আপনাদের সেবা করবো
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। তাই ধানের শীষ প্রতীকের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে।’
তিনি বলেন, 'আপনারা আমাকে ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে পাশে থাকুন। আগামী ৫ বছর আমি আপনাদের খেদমত করবো ইনশাআল্লাহ। এর ব্যত্যয় ঘটলে আপনাদের কাছে যে কোন জবাবদিহি করতে বাধ্য থাকবো। আমি আরো প্রতিশ্রুতি দিচ্ছি যে, টাঙ্গাইল সদরের উন্নয়ন এবং চরের বেড়িবাঁধ ও ব্রীজ নির্মাণ হবে আমার প্রথম কাজ।
এই প্রতিবেদকের সাথে একান্ত আলাপচারিতায় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমার প্রথম অঙ্গীকার হচ্ছে যমুনা নদীর বেড়িবাঁধ নির্মাণ। টাঙ্গাইলের উত্তর-পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত যমুনা নদী প্রতি বর্ষায় ভাঙন, ফসলী জমি নষ্ট ও ঘরবাড়ির ঝুঁকি বাড়ায়। এই অনিশ্চয়তা থেকে মানুষকে মুক্ত করতেই যমুনা নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে আমার অগ্রাধিকার প্রকল্প।
তিনি আরও বলেন, মাহমুদ নগর ইউনিয়নে অবস্থিত প্রায় এক কিলোমিটার ব্রীজের কাজটির অফিসিয়ালি কাগজপত্র অনেক দুরপথ এগিয়ে নেয়া হয়েছে। বিএনপি সরকার গঠন করলে একনেক সভায় এই ব্রীজের অনুমোদন অবশ্যই হবে।
ব্রীজের বিষয়ে আওয়ামী লীগ আমলেও কয়েকদফা এলাকাবাসীকে আশ্বাস দিয়েও তা বাস্তবায়িত হয়নি মর্মে উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি জনগণের দল। আমি সেই দলের কর্মী থেকে আজ কেন্দ্রীয় প্রচার সম্পাদক। তাই বলছি, চরের মানুষের ভাগ্য পরিবর্তন করতে আমার চেষ্টার ত্রুটি থাকবেনা। চরবাসী আমাকে অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন দিয়ে দিনরাত আমার জন্য ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছে। তাদের এই ঋণ শোধ করতে হলে আমাকে অবশ্যই বেড়িবাঁধ ও ব্রীজ নির্মাণ সহ বেকারত্ব দূরীকরণ করতে হবে। এটি আমার নির্বাচন ইশতেহার। যা আমাকে ভবিষ্যতের কথা ভেবে করতেই হবে।
অপর এক প্রশ্নের জবাবে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৩১ জানুয়ারি (শনিবার) টাঙ্গাইল সফরে আসছেন। সফরকালে তিনি মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন এবং নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। আমার টাঙ্গাইল সদরের মানুষের প্রাণের নেতা তারেক রহমান এর কাছেও উত্থাপিত বিষয় গুলো অবগত করবো ইনশাআল্লাহ।
তারেক রহমানের টাঙ্গাইল আগমন উপলক্ষে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনী জনসভার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ভেন্যু পরিদর্শন সম্পন্ন হয়েছে। টাঙ্গাইলে যেভাবে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে এই জনসভা স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগমে পরিণত হবে বলে আমরা আশাবাদী। টাঙ্গাইলের জনগণ অধীর আগ্রহে আমাদের নেতা তারেক রহমানকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন। তিনি আগামী দিনের বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। ইনশাআল্লাহ, এই জনসভা থেকেই নির্বাচনে বিজয়ের পথ আরও সুদৃঢ় হবে।
এদিকে, আগামী ৩১ জানুয়ারি টাঙ্গাইল সফরে আসবেন তারেক রহমান। এই খবরে টাঙ্গাইল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের নেতাকর্মীরাও এই সফরকে ঘিরে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা প্রকাশ করেছেন।
এদিকে, সুলতান সালাউদ্দিন টুকুকে ঘিরে চরের এক বৃদ্ধ বলেন, "দোয়া করমু, ভোটও দিমু" আমরা টুকুকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়েছি।
ঐ বৃদ্ধ ব্যক্তি টুকুকে উদ্দেশ্য করে বলেন, "আপনার খবর দেখি আমি, এখন তো মোবাইল হাতের কাছেই"। "শুধু ভোট না, দোয়া সবই করমু।" এভাবেই টাঙ্গাইল–৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুকে কাছে পেয়ে এক কৃষক আবেগঘন কণ্ঠে তাঁর বিশ্বাস ও সমর্থন প্রকাশ করছিলেন। টুকু যখন নিজের একটি হ্যান্ড লিফলেট এগিয়ে দেন, তখন ওই কৃষক বলেন, 'লাগবো না, আমরা এমনিতেই আছি।' পাশে থাকা আরেক নারী যোগ করেন, 'ভোট দিমু ইনশাল্লাহ।'
হুগড়া ইউনিয়নের স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবেদককে বলেন, টুকুর পথে পথে মানুষের সঙ্গে কুশল বিনিময়, কারও সঙ্গে কোলাকুলি, আবার কারও মাথায় হাত রেখে দোয়া কামনার দৃশ্য দেখে আমরা আনন্দিত। তিনি মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন। নিরহংকার টুকুকে আমরা কাছে পেয়ে তার প্রতি আস্থা বেড়েছে। তিনি আমাদের বুকে জড়িয়ে ধরে যেভাবে কথা বলেন,তা অন্য কোন নেতার মধ্যে পাওয়া যায়নি।
শিক্ষার্থীদের মধ্যেও টুকুকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, টুকু ভাইকে কাছে পেয়ে আমরা আনন্দিত।তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে, আমাদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষা সংক্রান্ত প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেছেন। টুকু ভাই এমপি হলে শিক্ষাবান্ধব পরিবেশ, নিরাপদ শিক্ষাঙ্গন ও শিক্ষার মানোন্নয়নের বিষয়টি গুরুত্ব দিবেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আমি এমনভাবে কাজ করবো, যাতে চরাঞ্চলসহ টাঙ্গাইল সদরের একজন যুবকও কর্মহীন না থাকে।
তিনি বলেন, 'আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কে চালাবে।' ভোটারদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, যারা কোরআন সামনে রেখে ভোট চাইছে, তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর উদ্ধৃতি দিয়ে টুকু বলেন, ভাসানী বলতেন, নীল নদের পানি যেমন নীল নয়, জামায়াতে ইসলামিও তেমন ইসলাম নয়। আর আমরা বিএনপি বুকে হাত দিয়ে বলতে পারি- বিএনপিই একমাত্র দল, যারা সত্যিকার অর্থে ইসলামের পক্ষে কাজ করছে।
এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই টাঙ্গাইল সদরে রাজনৈতিক উত্তেজনা ও হিসাব-নিকাশ স্পষ্ট হয়ে উঠছে। ক্রমেই এগিয়ে যাচ্ছেন ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের অনেক নেতাকর্মী ধীরে ধীরে তার কাছ থেকে সরে এসে দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে কাজ শুরু করেছেন।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কারণে ফরহাদ ইকবাল সংগঠনের শক্তি-সমর্থন ধরে রাখতে পারছেন না। ইতোমধ্যে ফরহাদ ইকবাল দলের নেতাকর্মীদের কাছে 'বেঈমান' উপাধি পেয়েছেন। এরই মধ্যে নেতাকর্মীদের একটি বড় অংশ দলীয় ঐক্য ও প্রতীকের প্রতি আস্থাশীল হয়ে ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছেন।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় অ্যাডভোকেট ফরহাদ ইকবালের ভুল সিদ্ধান্ত নিয়েও টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
