January 30, 2026, 5:18 pm


শাহীন আবদুল বারী

Published:
2026-01-30 13:55:55 BdST

টাঙ্গাইল জেলাব্যাপী বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


টাঙ্গাইল জেলাব্যাপী অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় জেলা শিশু একাডেমি মাঠে টাঙ্গাইল জেলা কিন্ডারগার্টেন ফোরামের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

টাঙ্গাইল জেলা কিন্ডারগার্টেন ফোরামের সভাপতি মো. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন। মূখ্য আলোচক ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম জাকারিয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোস্তফা কামাল এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মির্জা ফয়সাল।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.