March 29, 2024, 12:20 am


Siyam Hoque

Published:
2020-03-27 17:42:16 BdST

করোনা আক্রান্তে শীর্ষে যুক্তরাষ্ট্র


গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে অবিশ্বাস্য হারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র সবাইকে ছাড়িয়ে শীর্ষে। পরীক্ষায় পাওয়া তথ্যে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৬০০ জন। 

বৃহস্পতিবার করোনাআক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে চীন ও ইতালিকে ছাড়িয়ে যায় যুক্তরাষ্ট্র। বর্তমানে চীনে আক্রান্ত  ৮১ হাজার ৭৮২ জন। এর পরের অবস্থান ইতালির। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৮৯ জন। 

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১১ হাজারের বেশি করোনাআক্রান্ত সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দেশটিতে ২৪৬ জনের মৃত্যু হয়। এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ১ হাজার ২৮০ জনের মৃত্যু হলো।

তবে মৃত্যুর দিক থেকে সবার শীর্ষে আছে ইতালি। বৃহস্পতিবার পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা ৮ হাজার ২১৫ জন। সর্বশেষ এক দিনে ৭১২ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। এর পরের অবস্থানে আছে স্পেন। দেশটিতে ৫৭ হাজার ৭৮৬ জন আক্রান্তের বিপরীতে মারা গেছে ৪ হাজার ৩৬৫ জন। 

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৭ জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৫ লাখ ৩২ হাজার ২২৪ জন। এদের মধ্যে বর্তমানে ৩ লাখ ৮৩ হাজার ৮১১ জন চিকিৎসাধীন এবং ১৯ হাজার ৩৫৭ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ হিসেবে প্রায় ৯৫ শতাংশ রোগী মধ্যবর্তী অবস্থায় রয়েছেন এবং ৫ শতাংশ রোগীর অবস্থা আশঙ্কাজনক। সূত্র: সিবিসি নিউজ

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা