April 20, 2024, 10:39 am


Siyam Hoque

Published:
2020-04-03 19:10:41 BdST

সামাজিক দূরত্ব রক্ষার কথা বলায় নারীসহ দোকানিকে পিটিয়ে জখম করল যুবক


করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ভিড় না করে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করায় নারীসহ দোকানিকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

অভিযুক্ত ওই যুবকের নাম মনির হোসেন নাম (২৭)। তিনি সাটুরিয়ার স্থানীয় বাসিন্দা মো. মতিন হোসেনের ছেলে।

তার পিটুনিতে আহত হয়েছেন- কলেজছাত্র সালমান শাহ (২৫), মো. আকাশ হোসেন (১৮) ও তুষ্ট বেগম (৪৫)।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, করোনাঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনা মানতে মো. মনির হোসেনসহ কয়েকজনকে অনুরোধ করেন দোকানি সালমান শাহ। এ সময় অযথা দোকানের সামনে বসে ভিড় বাড়াতে নিষেধ করলে মনির তেলেবেগুনে জ্বলে ওঠেন। অকথ্য ভাষায় গালাগাল করেন মনির। একপর্যায়ে মনির তার সহযোগী রবিন, শাখিল, মোজাহার, সজীব ও মাজেদুল মিলে সালমান শাহর বসতবাড়িতে ঢুকে শাবল, লোহার রড় ও লাঠি দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে এক নারী ও সালমান আহত হন।

আহত কলেজছাত্র সালমান শাহ জানান, করোনাভাইরাসের কারণে দোকানের সামনে অযথা জনসমাগম করতে নিষেধ করায় মনির তার সঙ্গী নিয়ে আমার ও পরিবারের ওপর হামলা চালিয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সালমান শাহ বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান মিঞা বলেন, হ্যাঁ, এমন একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনায় মামলা করেছে ভুক্তভোগী। অভিযুক্ত রবিনের বাড়িতে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। তদন্তে সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা