April 18, 2024, 12:01 pm


Siyam Hoque

Published:
2020-04-03 19:14:41 BdST

করোনা: চিকিৎসকদের উদ্দেশে যা বললেন বাবুনগরী


করোনার আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা বাবুনগরী।

চিকিৎসকদের উদ্দেশে বাবুনগরী বলেন, রোগীর দেখাশোনা, চিকিৎসা ও সেবা একটি ইবাদত ও সওয়াবের কাজ। রোগী দেখার অসংখ্য ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে।

‘করোনায় আক্রান্ত কোনো রোগী দেখলে চিকিৎসকরা আক্রান্ত হয়ে যাবেন এমনটা মনে করা ঠিক নয়। এটি ইসলামের আকিদা বিশ্বাসের পরিপন্থী।’

হেফাজত মহাসচিব বলেন, হাদিসে আছে, লা-আদওয়া অর্থাৎ রোগ আল্লাহতায়ালার হুকুম ছাড়া নিজস্ব ক্ষমতায় কাউকেই আক্রান্ত করতে পারে না।

বৈশ্বিক করোনা মহামারীর সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের আহ্বান জানিয়েছেন বাবুনগরী।

তিনি বলেন, সহযোগিতা নিয়ে অসহায় মানবতার পাশে দাঁড়ানো মুসলমাদের জন্য ইমানি দায়িত্বও বটে। করোনাভাইরাসের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ব্যক্তিগত বা সম্মিলিত উদ্যোগে দুস্থ এবং অসহায়দের সাহায্যে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

 
 

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা