July 22, 2025, 8:53 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-07-22 13:06:02 BdST

খান ইকবাল হোসেনসোনালী ব্যাংকে ডিএমডি হিসেবে যোগদান


খান ইকবাল হোসেন

খান ইকবাল হোসেন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ার খান ইকবাল হোসেনের। সোনালী ব্যাংকে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে কৃষি ব্যাংক থেকে সোনালী ব্যাংকে পদায়ন করা হয়। ১৯৯৮ সালে তিনি রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৭ বছরে বিভিন্ন শাখা, কর্পোরেট ব্যাংকিং, সাধারণ ব্যাংকিং ছাড়াও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ক্রেডিট অপারেশন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ও রিকাভারী বিভাগের প্রধান হিসেবে অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।
খান ইকবাল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ হতে ডিএআইবিবি ডিগ্রি লাভ করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালমনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য।

 

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.