April 30, 2025, 4:10 pm


বিশেষ প্রতিবেদক

Published:
2025-04-30 12:01:26 BdST

সুবর্ণা-রোকেয়া-অপু-নুসরাতসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে মামলা


অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া সহ ১৭ জন অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে অর্থায়নের অভিযোগে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) মামলা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) মামলাটি রাজধানীর ভাটারা থানায় তদন্তের জন্য পাঠানো হয়। এর আগে সিএমএম আদালতে জনৈক এনামুল হক বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন- সোহানা সাবা, নিপুণ আক্তার, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সৈয়দা কামরুন নাহার শাহনুর, তারভীন সুইটি, জাকিয়া মুন, তারিন জাহান, উর্মিলা শ্রাবন্তী কর, অভিনেতা আজিজুল হাকিম, সাইমন সাদিক ও জায়েদ খান।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলাটি করা হয়েছে। আদালতের নির্দেশে তা তদন্তের জন্য ভাটারা থানায় পাঠানো হয়েছে । মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

মামলায় বাদী অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলন দমন করতে আসামিরা সরকারকে আর্থিক ও প্রভাবগত সহায়তা দিয়েছেন। যা পরোক্ষভাবে সহিংসতা উসকে দেয়।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাত তিন-চার’শ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করা হয়েছে।

মামলায় বলা হয়, ঢাকার ভাটারা থানাধীন এলাকায় আন্দোলনের সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লেগে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

তার দাবি, এই ঘটনায় প্রত্যক্ষভাবে অংশ না নিলেও অভিযুক্ত তারকারা আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেন এবং আর্থিক সহায়তা দিয়ে দমনপীড়নে অংশগ্রহণ করেন। তিনি এই ঘটনার জন্য তাদের দায়ী করে আদালতে মামলাটি করেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.