নেহাল আহমেদ, রাজবাড়ী
Published:2025-05-11 16:50:31 BdST
রাজবাড়ীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
রাজবাড়ীতে ব্যবসায়ী কাজী আরাফাত হোসেন জিসান কর্তৃক জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের সামনে গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা আজিজ খাঁ, আব্দুর রাজ্জাক, জব্বার মন্ডল, শাহাদত খাঁ, মান্নান মোল্লা, আজগর মন্ডল, জাকির মোল্লা, আবু বক্কর সিদ্দীকসহ কয়েকজন বক্তব্য দেন।
মানববন্ধনে ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক ওরফে পলাশ বলেন, কাজী আরাফাত হোসেন জিসান মাটিপাড়া গ্রামে একটি ইটভাটা পরিচালনা করছেন। সেই ভাটার মধ্যে তাদের পরিবারের ১ একর ২৭ শতাংশ জমি রয়েছে। একসময় তাদের কাছ থেকে সেই জমি ইজারা নিয়েছিল জিসানের পরিবার। কিন্তু পরবর্তীতে তাদের ইজারা বাবদ আর কোন টাকা জিসান দেয়না। আবার জমিও ফেরত দেয়না। এখন তাদেরকে নানাভাবে সেই জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য হুমকি-ধামকি দিয়ে আসছে। জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানী করে আসছেন জিসান।
আরেক ভুক্তভোগী আব্দুল জলিল বেপারীর স্ত্রী মনোয়ারা বেগম বলেন, “আমার স্বামী মারা গেছেন। ছেলে রিকশা চালায়। আমাদের ৫২ শতক জমি দখল করে রেখেছে জিসান। জমিতে যেতে গেলেই হুমকি দেয়।
ফরিদ মোল্লা অভিযোগ করে বলেন, “আমাদের ১ একর ৩৫ শতক জমি দখল করেছে। আমরা মামলা করে ডিগ্রি পেয়েছি। হাল সনদের খাজনাও দিয়েছি। এরপরও জমিতে উঠতে দিচ্ছে না, উল্টো মামলা দিয়ে হয়রানি করছে।”
মানববন্ধনে অন্য বক্তারা বলেন, “আমরা সাধারণ শ্রমজীবী মানুষ। আমাদের রুজির জমিগুলো দখল করে নিয়ে আমাদের বাঁচার পথ বন্ধ করে দিচ্ছে জিসান। তার ভয়ভীতি ও সন্ত্রাসী কার্যক্রমে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক। এর আগে আমরা জেলা প্রশাসক সহ সরকারের বিভিন্ন সংস্থার কাছে স্মারকলিপি দিয়েছি।
মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.