October 18, 2025, 2:56 pm


শাহীন আবদুল বারী

Published:
2025-10-18 11:35:43 BdST

সিলেট-৩ আসনে মনোনয়নের দৌড়ে এগিয়ে ড. ফয়েজ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। সবাই মনোনয়ন নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় এবার রয়েছে নতুন চমক। সিলেট-৩ আসনেও নতুন চমক আসার সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে ড.ফয়েজ উদ্দিন এমবিই ভোটারদের আস্থা অর্জনের পাশাপাশি দলের গ্রীন সিগনাল পেতে যাচ্ছেন।

ড. ফয়েজ উদ্দিন এমবিই বলেন, সিলেট অঞ্চলের প্রতি দীর্ঘদিনের অবহেলা ও বিমাতাসুলভ আচরণ এখন মারাত্মক আকার ধারণ করেছে। এক সময়ের প্রাণবন্ত এই অঞ্চল আজ অবকাঠামোগত দুরবস্থা, প্রশাসনিক জটিলতা ও উন্নয়ন স্থবিরতার কারণে ভয়াবহ ভোগান্তিতে নিমজ্জিত। বিশেষ করে সিলেট-৩ আসনের জনগণ আজ নাগরিক সুবিধা, যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা—সব ক্ষেত্রেই মারাত্মক সংকটে। গত সরকারের সময় থেকে শুরু হওয়া এই অবহেলা এখন তীব্র আকার ধারণ করেছে। সরকারের অদক্ষতা ও উদাসীনতায় জনরোষ দিন দিন বাড়ছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, রাস্তা-ঘাটের ভয়াবহ অবস্থা এবং নগরীর ভেতরে জলাবদ্ধতা এখন সাধারণ মানুষের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে।

ড. ফয়েজ আরো বলেন, সিলেট থেকে ঢাকাগামী ৬ লেন মহাসড়কের কাজের ধীরগতি সিলেটবাসীর সবচেয়ে বড় দুর্ভোগ। বর্তমানে সড়কটি এতটাই নাজুক অবস্থায় যে ১৫–১৬ ঘণ্টায়ও ঢাকায় পৌঁছানো যায় না। ফলে রাজধানীর সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রবাসীদের কথা উল্লেখ করে তিনি বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও সরকারি মনোযোগের অভাবে মানুষ নানা সমস্যা ও বঞ্চনায় দিন কাটাচ্ছে। প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা জাতীয় অর্থনীতিতে বিশাল অবদান রাখলেও সিলেটবাসী তার সুফল থেকে বঞ্চিত।

সিলেট বিমানবন্দরে প্রশাসনিক জটিলতা

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারের আমলাতান্ত্রিক জটিলতার কারণে নতুন কোনো এয়ারলাইনসকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হচ্ছে না। এতে প্রবাসী ও সাধারণ যাত্রীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন ড. ফয়েজ।

এছাড়াও সিলেট-৩ আসনের একটি অংশ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও স্থানীয় জনগণ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। জন্মনিবন্ধন, সুষ্ঠু পানি নিষ্কাশন, রাস্তা মেরামত ও ড্রেনেজ ব্যবস্থার অবস্থা অত্যন্ত নাজুক।

স্বাস্থ্য খাতে ভয়াবহ সংকট

চিকিৎসক সংকট, ঔষধের অভাব, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অবহেলার কারণে সরকারি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে সঠিক চিকিৎসা পাওয়া যাচ্ছে না। ফলে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে।

তরুণ সমাজের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি

চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ নানা অপরাধে তরুণ সমাজ জড়িয়ে পড়ছে। এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করে বলছেন—প্রশাসনের কার্যকর পদক্ষেপ ছাড়া এই ধারা রোধ করা সম্ভব নয়।

শিক্ষা খাতে স্থবিরতা

নির্বাচনী এলাকার দুটি কলেজের ভবন নির্মাণ সম্পন্ন হলেও এখনো ক্লাস চালু হয়নি। এতে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি

গত ১৬ বছর ধরে রাজনৈতিক দূর্বৃত্তায়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই।

তিনি জানান, তাঁর নির্বাচনী এলাকায় ব্যানার, পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে, এবং তাঁর সমর্থকরা প্রচারণায় অংশ নিতে ভয় পাচ্ছেন।

ড. ফয়েজ উদ্দিন বিশ্বাস করেন—প্রশাসন এসব অপরাধ দমন ও রাজনৈতিক সহিংসতা রোধে দ্রুত পদক্ষেপ নেবে।

তিনি বলেন, “সিলেটের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হলে উন্নয়ন কার্যক্রমে সমতা আনতে হবে এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।”

সচেতন মহলের মতে, সিলেটের প্রতি অবহেলার চক্র ভেঙে ন্যায়সংগত উন্নয়ন নিশ্চিত করতে কেন্দ্রীয়ভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। প্রবাসী আয়, পর্যটন সম্ভাবনা ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সিলেটকে এখন প্রয়োজন সত্যিকারের সরকারী অগ্রাধিকার।

ফেঞ্চুগঞ্জে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র ফেষ্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

সিলেটের ফেঞ্চুগঞ্জে কয়েকটি স্থানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র ফেষ্টুন ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বড় ভাই মো. নিজাম উদ্দিন।

অভিযোগ জানিয়ে তিনি ফেঞ্চুগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (নম্বর ৬১৪) করেছেন। এছাড়াও আরো তিন টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান।

সাধারণ ডায়েরী সুত্রে জানা যায়, সিলেট-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে পোস্টার, লিফলেট ও ফেষ্টুন লাগিয়ে প্রচারণা চালানো হচ্ছে। গত ১২ অক্টোবর সন্ধ্যা আটটার দিকে তারা দেখতে পান ফেঞ্চুগঞ্জ থানাধীন কুশিয়ারা নদীর সেতুর উপর, চানপুর বাজার এবং উপজেলা সদরের বিভিন্ন স্থানে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র ফেষ্টুন কে বা কারা ছিড়ে ফেলেছে। এছাড়াও ফেঞ্চুগঞ্জ থানার অন্যান্য স্থানেও পোস্টার ও ফেষ্টুন ছিড়ে ফেলা হয়েছে। এসব ঘটনায় হতাশা প্রকাশ করেছেন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র ভাই মো. নিজাম উদ্দিন। তিনি এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের নিকট সুষ্টু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

ড. ফয়েজ উদ্দিনের সমর্থকেরা জানান, অন্য সব প্রার্থীর চেয়ে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই'র জনসমর্থন অনেক বেশি। তিনি ক্লিন ইমেজের মানুষ। তাকে সবাই এমপি হিসেবে দেখতে চান। তাঁর জানা সমর্থন এবং ক্যাম্পিং দেখে অন্য সব প্রার্থীরা সহ্য করতে না পেরে ফেস্টুন ছিড়ে ফেলেছে। পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। ভোটাররা দোষী ব্যক্তিদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ জাতীয় সংসদ
নির্বাচনী আসন-২৩১

সিলেট-৩ এর আসনভূক্ত উপজেলার সংখ্যাঃ মোট ৩টি। যথাঃ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ।
আসনের অন্তর্গত থানার সংখ্যাঃ মোট ৪টি, যথাঃ দক্ষিণ সুরমা (এসএমপি), মোগলাবাজার (এসএমপি), ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ। এই

আসনের অন্তর্ভূক্ত ইউনিয়নের সংখ্যাঃ মোট ১৯টি। দক্ষিণ সুরমা উপজেলায় মোট ৮টি ইউনিয়নঃ মোল্লারগাঁও. তেতলী, সিলাম, লালাবাজার, জালালপুর, মোগলাবাজার, দাউদপুর ও কামালাবাজার।

ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোট ৫টি ইউনিয়নঃ ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও,ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন।

বালাগঞ্জ উপজেলায় মোট ৬টি ইউনিয়নঃ দেওয়ান বাজার ইউনিয়ন, পূর্ব গৌরীপুর, পশ্চিম গৌরীপুর, বালাগঞ্জ সদর, বোয়ালজুর ও পূর্ব পৈলনপুর।

আসনের অন্তর্ভূক্ত সিটি ওয়ার্ডের সংখ্যাঃ মোট ৬টিঃ সিলেট সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড সিলেট-৩ আসনের সাথে সংযুক্ত রয়েছে।

সিলেট-৩ আসনে জনমানুষের আশার প্রতীক হয়ে উঠেছেন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই। সততা, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক নেতৃত্ব ও মানবসেবারর মিশিলে গড়ে উঠা তার জীবনকাহিনি সিলেটবাসীর হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.