নিজস্ব প্রতিবেদক
Published:2025-11-13 11:07:24 BdST
দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি ও উত্তেজনার মধ্যে আজকে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠকের পর দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে জুলাই সনদ ও গণভোট নিয়ে চূড়ান্ত কী কী সিদ্ধান্ত তুলে ধরতে যাচ্ছেন, তা নিয়ে দলগুলোর মধ্যে ও জনমনে চলছে নানান জল্পনা। বিএনপি সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের দাবি জানাচ্ছে, তবে জামায়াত এর আগেই গণভোট চায়। অন্যদিকে এনসিপির দাবি, মতভিন্নতা প্রকাশ করে বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট ছাড়াই ঐকমত্য কমিশনের সব সুপারিশ বাস্তবায়ন।
এমন প্রেক্ষাপটে সব পক্ষকে সন্তুষ্ট করে সবার কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র। তা হলো বিএনপির দাবি অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট, আর জামায়াতের চাওয়া অনুযায়ী পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে গঠন হবে সংসদের উচ্চকক্ষ। অন্যদিকে এনসিপির শর্ত মেনে নোট অব ডিসেন্ট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি হবে।
আজ উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিষয়টি নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে মোটামুটি ধারণা মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
