November 13, 2025, 1:37 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-11-13 11:40:53 BdST

ঢাকায় স্বাভাবিকভাবেই চলছে গণপরিবহন, দূরপাল্লার যাত্রী কিছুটা কম


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির মধ্যেও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার বাসগুলোতে যাত্রী সংখ্যা কিছুটা কমে গেছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলিস্তান, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।এদিন সকাল থেকেই প্রায় সব ধরনের গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে।

যাত্রাবাড়ী ও সায়েদাবাদ টার্মিনালের কাউন্টারগুলো খোলা থাকলেও যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম।ফরিদপুরগামী যাত্রী মোশারফ হোসেন বলেন, জরুরি কাজ থাকায় বের হয়েছি। রাস্তায় গাড়ি অনেক, কিন্তু মনের মধ্যে ভয় কাজ করছে—কখন কী হয় বলা যায় না। এখন আবার গাড়ি পোড়ানোর রাজনীতি শুরু হয়েছে, মানুষের জীবনের কোন দামই নেই এই শহরে।

সায়েদাবাদ টার্মিনাল এলাকাতে সারি সারি বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অবশ্য বাসগুলোর বেশিরভাগই ফাঁকা ছিলো যাত্রী সংকটের কারনে।

গোমতি এক্সপ্রেস-এর সুপারভাইজার আমির হামজা বলেন, ‘যাত্রী নেই বললেই চলে। গত কয়েকদিনে সন্ত্রাসীরা বেশ কিছু গাড়ি পুড়িয়ে দিয়েছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সকাল থেকে এখনও এক গাড়িরও পুরো যাত্রী হয়নি।’

তিশা পরিবহনের সুপারভাইজার নাহিদ হাসান বলেন, সাধারণ দিনে সকাল ৯টার আগেই ১০-১২টা গাড়ি ছেড়ে যায়, আর লাকসাম থেকেও গাড়ি আসে। আজ যাত্রী না থাকায় এখনও কোনো বাস ছেড়ে যায়নি।

এদিকে রাস্তার মোড়ে মোড়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নজরদারি দেখা গেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ছাত্রদলের কর্মীরা মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এছাড়া রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দল মোতায়েন রয়েছে, যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.