S M Fatin Shadab
Published:2026-01-08 12:36:49 BdST
পানের বরজের ভেতর মিলল ১ লাখ পিস ইয়াবা, যুবক আটক
কক্সবাজার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া টেকনাফ টু কক্সবাজারগামী মেরিন ড্রাইভ সড়ক এলাকার পাশে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
আটক যুবক বাহার ছড়া ৯নং ওয়ার্ডের নোয়াখালী পাড়ার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ হাকিম (২৩)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) টেকনাফের বাহারছড়া ইউপির নোয়াখালী পাড়া টেকনাফ টু কক্সবাজারগামী মেরিন ড্রাইভ সড়কের আনুমানিক ২০০ গজ পাশের জনৈক কাদেরের জমির বর্গা চাষী মোহাম্মদ হাকিমের পানের বরজের ভেতরে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে মাটির নিচ হতে মোহাম্মদ হাকিম (২৩) নিজ হাতে একটি সাদা পলিথিনের বস্তা দ্বারা মোড়ানো ১০টি প্যাকেট বের করে দেন। যাতে তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল পাওয়া যায়। পরে সেটসহ একজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
