April 27, 2024, 10:50 am


নেহাল আহমেদ, রাজবাড়ী

Published:
2023-06-06 21:37:12 BdST

রাজবাড়ীতে বিদ্যুতের চাহিদা ৮০ মেগাওয়াট, পাচ্ছে ৩৬ মেগাওয়াট


রাজবাড়ীতে প্রচন্ড গরম ও তাপদাহের মধ্যে শুরু হয়েছে বিদ্যুতের লোডশেডিং। প্রতি ঘণ্টায় কমপক্ষে একবার করে লোডশেডিং হচ্ছে। রাতে অসহনীয় লোডশেডিংয়ে ঘুমাতে পারছে না জেলাবাসী।

শহরের বিনোদপুর এলাকার ভ্যান চালক মো. ইউনুস হোসেন বলেন, দিনের বেলায় রাস্তায় থাহি। গরম হজম হইয়্যা গ্যাছে। এতদিন রাইতে একটু আরামে ঘুমাইছিলাম, এহন রাইতের ঘুমও হারাম হইয়্যা গ্যাছে। রাইতে তিন-চাইরফির কারেন যায়, ঘুমামু ক্যামনে।

এদিকে, আইপিএস বাজার থেকে উধাও, চার্জার ফ্যানের দাম দ্বিগুণ। চাহিদা সামাল দিতে মিস্ত্রীরা দেশী প্রযুক্তিতে তৈরি করছে ফ্যান। গভীর রাত অবধি ব্যস্ত ভাবে দিন পার করছে।

সবচেয়ে কষ্টে আছে শিশু ও বৃদ্ধরা। মজিদ ব্যাপারী জানান, বড়লোকদের তো কোন অসুবিধা নাই। তাদের আইপিএস আছে, জেনারেটর আছে। আমাদের হাতপাখা ছাড়া অন্য কোন উপায় নাই।

বিদ্যুতের উৎপাদন কম হওয়ার কারনে লোড শেডিংয়ের যন্ত্রণা শেষ হচ্ছে না; বিশেষ করে গ্রামাঞ্চলের গ্রাহকদের ভুগতে হচ্ছে সবচেয়ে বেশি। কোন কোন অঞ্চলে টানা তিন চার ঘন্টা বিদুৎবিহীন থাকতে হচ্ছে।

টানা তাপদাহে দেশজুড়ে গরমের তীব্রতা বাড়ার সঙ্গে বিদ্যুতের চাহিদা ও যোগানের পার্থক্যও বাড়ছে গত কয়েকদিন ধরে। এর প্রভাবও বেশি পড়ছে গ্রামীণ ও পল্লী এলাকাতে। বিদ্যুতের জন্য হাহাকার দেখা যাচ্ছে।

আজ জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহের খোঁজ নিয়ে দেখা গেছে, গ্রামাঞ্চলে দিনে ০৬ থেকে ০৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। দিনের চেয়ে রাতে লোডশেডিং হচ্ছে বেশী।

তীব্র তাপপ্রবাহ এই দুর্ভোগ আরও বাড়িয়েছে। তপ্ত আবহাওয়ায় পুড়তে থাকার এসময়ে একের পর এক দেশে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও হচ্ছে।

দেশজুড়ে তাপমাত্রা বাড়ার সাথে সাথে তীব্র গরমে পুড়ছে জনজীবন। এরই মধ্যে বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়া শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষকে অতিষ্ট করে তুলেছে। তবে লোড শেডিংয়ের এ যন্ত্রণা নগরের চেয়ে বেশি গ্রামে।

রাজবাড়ী ওজোপাডিকো বিভাগের নির্বাহী প্রকোশলী মোঃ মামুন-অর - রশীদ জানান 'খুব শ্রীঘ্রই লোডশেডিং কমবে বলে আশ্বাস দিতে পারছিনা।'

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা