January 15, 2025, 4:42 am


মোস্তফা কামাল আকন্দ

Published:
2024-12-03 20:28:16 BdST

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা আর সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণ সেবায় এগিয়ে আসার আহ্বান


আজ শরিয়তপুরস্থ সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে “প্রবীণ জীবন স্বস্তিময় ও শান্তিপূর্ণ করতে তরুনদের নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রতকরণ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

ড. রাধেশ্যাম প্রণতি ফাউন্ডেশন ( ডিআরপি ফাউন্ডেশন) ও সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ যৌথভাবে সেমিনারের আয়োজন করে।

অধ্যক্ষ প্রফেসর জনাব মো: ওয়াজেদ কামালের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআরপি ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. রাধেশ্যাম সরকার।

তিনি সবার উদ্দেশ্যে বলেন প্রবীণদের সুরক্ষা, সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিতের জন্য সবার ভূমিকা আবশ্যিক। বিশেষ করে দেশের তরুনরা এগিয়ে এলে প্রবীণ-তরুনের মেলবন্ধনে সৃষ্টি হবে এক মানবিক সমাজ।

তিনি আরও বলেন, দেশের তরুন সমাজের নৈতিকতা ও মূল্যবোধ যত বেশী শক্তিশালী হবে প্রবীণ জীবন ততবেশী স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ হবে।

সভাপতি মহোদয় আলোচনায় আলোচনায় অংশ নিয়ে বলেন, বর্তমান সমাজে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখলে দেখা যাবে যে, তরুন সমাজের নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম ক্রমবর্ধমানভাবে হ্রাস পাচ্ছে। তাই প্রবীণদের প্রতি যথাযথ সম্মান, মর্যাদা ও শ্রদ্ধাবোধ সৃষ্টি করা অত্যাবশ্যক।

তিনি ইনস্টিটিউটের পক্ষ থেকে ব্যতিক্রমধর্মী একটি বিষয়ে সেমিনার করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সেমিনারে বিভাগীয় প্রধানগণ, সম্মানিত শিক্ষক মন্ডলী, কর্মকর্তা, কর্মচারীসহ দুইশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ড.রাধেশ্যাম প্রণতি ফাউন্ডেশন (ডিআরপি ফাউন্ডেশন) সরকারের সোসাইটি আইনে নিবন্ধিতি একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.