July 5, 2025, 2:29 pm


অনলাইন ডেস্ক

Published:
2025-06-25 19:01:04 BdST

নাটোরে কৃষকদের মধ্যে প্রণোদনার সামগ্রী বিতরণ


জেলার সিংড়া উপজেলায় সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় মোট পাঁচহাজার ১৩৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে প্রণোদনার সার বীজ ও চারা এবং কৃষিযন্ত্র বিতরন করা হচ্ছে। 

 

আজ বুধবার সিংড়া উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ প্রণোদনা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

 

উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান জানান, এ কর্মসূচীর আওতায় নির্বাচিত কৃষকদের রোপা আমন ধান, গ্রীষ্মকালীন পেঁয়াজ, শীতকালীন পেঁয়াজের কন্দ, শাক-সবজির বীজ ও সার আমের চারা, তালের চারা, নারিকেল চারা, লেবু চারা এবং এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হচ্ছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.