শাহীন আবদুল বারী
Published:2025-11-21 17:14:55 BdST
তারেক রহমানের জন্মদিনে টাঙ্গাইল ধুলের চর মাদ্রাসায় এতিমদের মাঝে টুকুর খাবার বিতরণ
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি'র প্রচার-সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু ধুলেরচর জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম ও এতিমখানায় খাবার বিতরণ করেন। প্রায় সাড়ে ৫ শত এতিম ছাত্র'র জন্য এই খাবার আয়োজন করা হয়।
এতিম অসহায় ছাত্ররা জানান, সুলতান সালাউদ্দিন টুকু আমাদের মাঝে প্রীতিভোজের আয়োজন করেন। তিনি টাঙ্গাইল-৫ সদর আসন থেকে এমপি হলে আমাদের জন্য ভবিষ্যতে আরো এগিয়ে আসবেন। আমরা জনমানুষের এই নেতার সাফল্য কামনা করি। তিনি আমাদের সকলের কাছে একজন জনপ্রিয় নেতা।
তারা আরও বলেন, শুধু ধুলের চর মাদ্রাসায় নয়, টাঙ্গাইল সদরের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় তারেক রহমান এর জন্মদিন উপলক্ষে দান-সদকা এবং খাবারের আয়োজন করা হয়।
এদিকে টাঙ্গাইল ছয় আনী বাজারে গণসংযোগ ও উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সুলতান সালাউদ্দিন টুকু।
এছাড়া, প্রতিদিনই বিভিন্ন পাড়া-মহল্লায় টুকুর গণসংযোগ চলছে বেশ জোরেশোরে। প্রতিটি চায়ের স্টলে জমে উঠেছে নির্বাচন আড্ডা। মানুষের মুখে মুখে টুকুর জনপ্রিয়তার কথা শোনা যাচ্ছে। টুকুর বিনয়ী আচরণে ভোটাররা বেশ উৎফুল্ল।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
