October 26, 2025, 9:54 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-10-26 17:16:15 BdST

বিএনপি মিডিয়া সেলের সদস্য আবু সায়েমের পিতার ইন্তেকাল


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম-এর পিতা মোঃ মফিজ উল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

আজ রবিবার সকাল ৯টায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে মরহুম মোঃ মফিজ উল্লাহ স্ত্রী এবং এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।

তিনি বেশকিছু দিন ধরে বার্ধক্যজনিত ও হার্টের অসুখে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম মোঃ মফিজ উল্লাহ কর্মজীবনে সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার লক্ষী নারায়ণপুর গ্রামে।

আজ এক শোকবার্তায় বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে মোঃ মফিজ উল্লাহ’র মৃত্যুতে তাঁর শোকাহত পরিবার-পরিজনদের প্রতি সহমর্মিতা জানানো হয়েছে।

শোকবার্তায় বিএনপি বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে মরহুম মোঃ মফিজ উল্লাহ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এদিকে, মোঃ মফিজ উল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক- অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল ও সদস্য সচিব- শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

এক শোক বার্তায় তারা বলেন, “মহান রাব্বুল আলামীন যেনো তাঁকে বেহেস্ত নসীব ও শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.