অনলাইন ডেস্ক:
Published:2024-09-19 15:56:24 BdST
দুই বিলিয়ন ডলারের বেশি সহায়তা দেবে বিশ্বব্যাংক
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার বলেছেন, আশা করি চলতি অর্থবছর বিশ্বব্যাংক বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারের বেশি সহায়তা দেবে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মার্টিন রেইজার বলেন, আমি পুনরায় বাংলাদেশে আসতে পেরে আনন্দিত। এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সময়। আমি উপদেষ্টার সঙ্গে ব্যাংকিং সেক্টরসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছি। আমরা বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগী।
এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিশ্বব্যাংক অন্তর্বর্তীকালীন সরকারকে কি পরিমাণ সহায়তা দিচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ডের পরিচালক। সেজন্য আমি কোনো অঙ্গীকার করতে পারছি না। তবে এটা বলতে পারি আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করতে চাই। আমরা ধারণা করছি চলতি অর্থবছরে দুই বিলিয়ন ডলারের বেশি অর্থ দেওয়া হবে।
এশিয়ার ভাইস প্রেসিডেন্ট বলেন, এই অর্থের মধ্যে কিছু বাজেট সহায়তা, কিছু প্রকল্প, স্বাস্থ্য ও জ্বালানি খাতের জন্য।
বাংলাদেশে কিছু প্রকল্প রয়েছে সেগুলোতে যেমন সহায়তা থাকবে তেমনি কিছু জরুরি সহায়তাও করা হবে বলে জানান তিনি।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.