শাহীন আবদুল বারী
Published:2025-10-27 16:16:09 BdST
আমার দেশ ও এনটিভির টাঙ্গাইল প্রতিনিধিকে ক্ষুদে বার্তায় হত্যার হুমকি, থানায় জিডি
দৈনিক আমার দেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মহব্বত হোসেনকে হত্যার হুমকি এবং অন্তত ৫টি হত্যা মামলার আসামী করার হুমকি দেয়া হয়েছে। এই ঘটনায় রোববার দিবাগত রাতে টাঙ্গাইল সদর থানায় সাধারন ডায়েরি করেছেন সাংবাদিক মহব্বত হোসেন।
জানা গেছে, লাবু খন্দকার নামে এক ব্যক্তি গত রোববার সন্ধ্যায় মহব্বত হোসেনের হোয়াটসএ্যাপ নম্বরে একটি অডিও কল রেকর্ড পাঠায়। এরপর ক্ষুদে বার্তায় একের পর এক হুমকি দেয়া হয়।
ক্ষুদে বার্তায় লাবু খন্দকার বলেন, সুলতান সালাউদ্দিন টুকু তোকে বাঁচাতে পারবে না। লাবু আরো হুমকি দেয় যে, আমি তোর পত্রিকা ও টেলিভিশনের চাকুরী খামু এবং তোকে ৫টি হত্যা মামলার আসামী বানামু। ঢাকায় এনটিভি ও আমার দেশ অফিসে আসলে হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকিও দেয়া হয়। এছাড়া পত্রিকা ও এনটিভি অফিসে কুরিয়ার সার্ভিসে মহব্বত হোসেনের বিরুদ্ধে পাঠানো অভিযোগের খাম ও কুরিয়ার সার্ভিসের রশিদের কয়েকটি ছবি পাঠায় হোয়াটস এ্যাপে।
এদিকে লাবু খন্দকারের পাঠানো অডিও ক্ষুদে বার্তায় দেখা যায়, অজ্ঞাত এক নারীকে হত্যা মামলার বাদী সাজিয়ে তার কাছ থেকে শেখানো বক্তব্য রেকর্ড করা হয়। এতে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও মহব্বত হোসেনকে জড়িয়ে আপত্তিকর কথাবার্তা বলানো হয়। সাজানো অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় লাবু খন্দকার।
এই ব্যপারে সাংবাদিক মহব্বত হোসেন রাতেই সদর থানায় সাধারন ডায়েরি করেন। এতে তিনি উল্লেখ করেন, টাঙ্গাইলের জনৈক এক সাংবাদিক নেতার উস্কানীতে লাবু খন্দকার গত কয়েক মাস ধরে সাংবাদিক মহব্বত হোসেন ও তার পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে কুরুচিপূর্ন কথা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
